ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কবিতা পর্ব : ভালোবাসা

আব্দুল্লাহ জুবায়ের

প্রকাশিত: ১৪:১১, ২১ মে ২০২৩  

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

প্রেয়সী, ভালোবাসা বড্ড ভারী।
অধিকাংশই এর ভার সইতে পারে না।
ভালোবাসা পাখির ন্যায় দুরন্ত,
পোষ মানাতে বেশ বেগ পেতে হয়।

ভালোবাসা সামুদ্রিক ঢেউয়ের ন্যায় চলন্ত,
ক্ষণে ক্ষণে এসে হৃদয়ে উষ্ণতা ছড়ায়;
আবার ভয়েরও জন্ম দেয়।

ভালোবাসা কালবৈশাখী ঝড়, কালো মেঘ জমে আসে।
আশাগুলোকে দুমড়েমুচড়ে দেয় নিমিষেই।

ভালোবাসা তেতো নিমপাতার ন্যায়,
বিশ্বাসের সঙ্গে চোখ বন্ধ করে হজম করতে হয়;
ভালো সমাধানের প্রত্যাশায়।

সর্বশেষ
জনপ্রিয়