ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৫ ১৪৩০

কবিতা পর্ব : শেষ চিঠি

জান্নাতুল নাঈম

প্রকাশিত: ১২:৪৭, ২২ মে ২০২৩  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যদি কখনো আমি ফিরে না তাকাই
যদি কখনো ক্ষুদেবার্তা তোমার ঠিকানায় না যায়
জীবনের রোদ্দুর পথে তোমায় না বলি, আছো?
ভীতু কণ্ঠ নিয়ে না বলি, আচ্ছা
তবে ভেবে নিও
আমি আর কোথাও নেই
আমি আর ভালোবাসায় নেই।

যদি আমি তোমার কাছে থাকার কারণ না খুঁজি
যদি তোমার পথে কোথাও না থাকি
পথের ঠিকানায় তোমার মুখ না খুঁজি
তোমার ফোন কলে আর হার্টবিট না বাড়ে
তবে বুঝে নিও
আমি আর কোথাও নেই
আমি আর অপেক্ষায় নেই।

যদি আমি আর আনন্দে পুলকিত না হই
যদি কান্নায় জল না আসে
তোমার থাকা না থাকায় নিশ্চিন্ত আরামে থাকি
নীরবতায় খুব করে ডুবে যাই
তবে বুঝে নিও
আমি আর কোথাও নেই
আমি আর প্রিয় আপনি শব্দে নেই।

তবে ভেবে নিও শেষ চিঠি পৌঁছে গেছে
সব চিঠি আকাশে ভাসবে উড়বে
প্রেরকের ঠিকানা সেদিনই পাল্টাবে
আমি আজই শেষ চিঠি লিখছি
শেষ চিঠি তোমার গন্তব্য খুঁজছে।

সর্বশেষ
জনপ্রিয়