ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

কবিতা পর্ব : সৃষ্টির আলোয়

গোলাম রববানী

প্রকাশিত: ১৪:০৬, ৪ মে ২০২৩  

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

এই তীব্র তাপমাত্রার মধ্যেও কেউ কেউ আছে
ঠান্ডা ফ্রিজের মতন
সান্নিধ্যে গেলে মন জুড়িয়ে আসে
জগতের আর কোনো কিছুতেই টানে না হৃদয়
কেউ কেউ আছে এই বোশেখের ঘাম ঝরা ভরাদুপুর
পাহাড়ের কান্না-
সান্নিধ্যে গেলে বড় সাধ জাগে মনে
অনন্তকাল ধরে- ধরে রাখতে চাই জীবন

যেন মাউনা লোয়ায় বসে হাসে জীবনের সব গল্প
সুখ দুঃখ কান্না;
জীবনে জীবন হাতছানি দিয়ে ডাকে
অতীতকালের রকমারি জ্বলজ্বলে ধ্রুবতারা
নজর ফেরে না নজরানা দেয় মুক্তার জামিনদার

জলের জীবন জলচোখে উজান-ভাটি হয়ে থাকি
সৃষ্টির আলোয়; একবুক তরঙ্গ উল্লাস উৎসবে...

সর্বশেষ
জনপ্রিয়