ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৫ ১৪৩০

কবিতা: বাতাস ও বৃষ্টির জন্য প্রার্থনা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪:২৮, ৩১ ডিসেম্বর ২০২২  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাতাস

দোস্তরা, বাতাস ছিঁড়ে ফেলেছে আমার ঘুড়ি!
দাম্পত্য জীবনের এক দুষ্টু বাতাস...
মেঘ করেছে এই বাতাসের জন্যই, বন্ধুরা,
যা হয়েছে আমার তা এই বাতাসের জন্যই...

ওই বাদামের ডাল, ওই লতা, ওই বেরি ফল,
গোলাপে গোলাপে, চিঠিতে চিঠিতে আশা জাগায়...
জ্বলুক আগুনে আগুনে।
ভালোবাসা বেঁচে থাকে বাতাস যতক্ষণ।

****

বৃষ্টির জন্য প্রার্থনা

আমি এলাম বলে আকাশ ঝরলো না
তাই তো আমি মেঘ চিনতে পারলাম না
অথবা মেঘেরা আমার কাছে কিছু চায়
জীবন মানেই মৃত্যু; প্রেম নরক
আমি এলাম বলে আকাশ ঝরলো না।

বৃষ্টি আর ফুটপাতকে আমি চিনি
ফোঁটায় ফোঁটায় আমার কপালে পড়ে
অন্যখানে দাঁড়িয়ে আমি আকাশ দেখি
শহর কিংবা সাগরে জাহাজের গন্ধ নাই
বৃষ্টি আর ফুটপাতকে আমি চিনি।

কোনো কারণে আমার মা একরাতে প্রতারিত হয়েছিলেন
এক নারীর পোশাক পরিয়েছিলেন আমাকে
এতে আকাশ আমাকে আহত করেনি
যে ঝড় উঠেছিল হৃদয়ে থামেনি তা
কোনো কারণে প্রথম রাতেই প্রতারিত হয়েছিলেন আমার মা।

কোনো ফাঁকা কবর থেকে কেউ বেরিয়ে আসার মতো
প্রচণ্ড নীরবতা ছিল সেথায়
উপর থেকে কিছু এলেও কী আসে যায়
মেঘেরা কিছু করলেও বা কী আসে যায়
কোনো ফাঁকা কবর থেকে কেউ বেরিয়ে আসার মতো।

ভালো যে, ভিড়ের লোকেরা জানে না
কাঁচের ভেতরে থেকে যেমন বৃষ্টি দেখা
যাক, মানুষে মানুষে তফাৎ আছে
কারো জন্য বেহেশত, কারো জন্য কয়েদখানা
ভালো যে, ভিড়ের লোকেরা জানে না।

যদি বৃষ্টির জন্য প্রার্থনা করতে বেরোতাম, বন্ধুরা
মেঘেরা ভেঙে যেত, আকাশ খুলে যেত
এখন সে সুযোগও নেই, নেই সম্ভাবনাও
আকাশকে শাসন করার চেয়ে কী ছিল সহজ
যদি বৃষ্টির জন্য আমরা প্রার্থনা করতে বেরোতাম, বন্ধুরা।

আমি এলাম বলে আকাশ ঝরলো না
নয়তো আমি মেঘ চিনতে পারলাম না
অথবা মেঘেরা আমার কাছে কিছু চায়
জীবন মানেই মৃত্যু; প্রেম নরক
আমি এলাম বলে আকাশ ঝরলো না।

সর্বশেষ
জনপ্রিয়