ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচরে মাজার পরিদর্শন করেছেন শিল্পমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২:৫৯, ২০ মে ২০২৩  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ফরিদপুর গ্রামে অবস্থিত হযরত মাওলানা আবু আলী আক্তার উদ্দিন শাহ কলন্দর গাউস পাকের (রা.) মাজার জিয়ারত ও পরিদর্শন করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

গতকাল শুক্রবার (১৯ মে) বিকেল ৫টার দিকে তিনি মাজার জিয়ারত ও পরিদর্শন করতে যান।

এ সময় উপস্থিত ছিলেন- কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ নূরে আলম, কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফাসহ প্রশাসনের কর্মকর্তারা।

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন মাজার জিয়ারত করেন এবং মাজারটি ঘুরে দেখেন। ওরস উপলক্ষ্যে আগত ভক্ত ও আশেকানদের সঙ্গে কথা বলেন।

কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার ১৫ কিলোমিটার দূরে দক্ষিণ-পশ্চিমে ফরিদপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামে হযরত মাওলানা আবু আলী আক্তার উদ্দিন শাহ কলন্দর গাউস পাক (রাঃ) এর মাজার অবস্থিত। মাজারে প্রতিদিন বহু ভক্তের আগমণ হয়। বাংলা বছরে দুইবার জ্যৈষ্ঠ ও অগ্রহায়ণ মাসে ওরস অনুষ্ঠিত হয়। মাজারে ৫ দিন পর্যন্ত চলে এই ওরস।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়