ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়ার চরফরাদী ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৫, ২৯ মে ২০২৩  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

গতকাল ২৮ মে রোববার দুপুরে চরফরাদী ইউনিয়ন পরিষদ চত্বরে এ উন্মুক্ত বাজেট অনুষ্ঠানের আয়োজন করা হয়। উন্মুক্ত বাজেটে স্বাগত বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মো. আ. মান্নান। পরে ইউপি সচিব মো. মোবারক হোসেন রতন প্রস্তাবিত বাজেট পেশ করেন।
প্রস্তাবিত বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাতে আয় ১ কোটি ৮৯ লাখ ৪২ হাজার ৫১ টাকা ও বাজেটে উদ্বৃত্ত দেখানো হয়েছে ১২ লক্ষ ৫৮ হাজার ৬শ ৪৮ টাকা এবং ব্যয় ১ কোটি ৭৬ লাখ ৮৩ হাজার ৪শ তিন টাকা দেখিয়ে একটি বাজেট ঘোষণা করা হয়।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি সদস্য মো. নজরুল ইসলাম, মো. ইব্রাহিম, মো. বাছির উদ্দিন বাচ্চু, মো. মাসুদ মিয়া, মোস্তফা, মো. রজব আলী, মো. আবু বক্কর ছিদ্দিক, মো. বোরহান উদ্দিন, মো. হাসিম উদ্দিন ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মোছা. রোজিনা খাতুন, মোছা. নাছিমা আক্তার, মোছা. নার্গিছ বেগম প্রমুখ। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়