ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

কিশোরগঞ্জ জেলায় বিচারপ্রার্থীদের জন্য নির্মাণ হচ্ছে ‘ন্যায়কুঞ্জ’

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:২১, ৩০ মে ২০২৩  

কিশোরগঞ্জ জেলায় বিচারপ্রার্থীদের জন্য নির্মাণ হচ্ছে ‘ন্যায়কুঞ্জ’

কিশোরগঞ্জ জেলায় বিচারপ্রার্থীদের জন্য নির্মাণ হচ্ছে ‘ন্যায়কুঞ্জ’

কিশোরগঞ্জ আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের বিশ্রামের জন্য নির্মাণ করা হচ্ছে ‘ন্যায়কুঞ্জ’। গত রোববার বিকালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপীল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. নূরুজ্জামান আনুষ্ঠানিকভাবে ‘ন্যায়কুঞ্জ’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বিচারপতি মো. নূরুজ্জামান বলেন, যে জেলার আইনজীবী সমিতি যত সমৃদ্ধ-উন্নত এবং যেখানে অভিজ্ঞ আইনজীবীগণ রয়েছেন, সেই জেলার বিচারকগণ সর্বশ্রেষ্ঠ ন্যায়বিচার নিশ্চিত করতে পারেন। 
কিশোরগঞ্জে তার বাড়ি হওয়ায় বিচারপ্রার্থীদের বিশ্রামাগারের ভিত্তিপ্রস্তর স্থাপনের দায়িত্ব তাকে দেয়া হয়েছে উল্লেখ করে বিচারপতি মো. নূরুজ্জামান বলেন, বিচার যাতে দ্রুত নিষ্পত্তি হয়, সেজন্য বার-বেঞ্চকে একসঙ্গে কার্যকরী ভূমিকা রাখতে হবে। এ সময় কিশোরগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. সায়েদুর রহমান খান, জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. সহিদুল আলম শহীদ, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রতন, স্পেশাল পিপি এমএ আফজল, পিপি আবু নাসের ফারুক সঞ্জু প্রমুখসহ কিশোরগঞ্জ জজশিপের অন্যান্য বিচারক ও আইনজীবীগণ উপস্থিত ছিলেন।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়