ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কিশোরগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩:৪৭, ২৬ মার্চ ২০২৩  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রশাসন, বিভিন্ন সংস্থা, রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠান উৎসবমুখর পরিবেশে কিশোরগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে।

দিবসটি প্রত্যুষে ৩১বার তোপধ্বনি করা হয়েছে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি, আধাসরকারিসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল ৭টায় সরকারি গুরুদয়াল কলেজ প্রাঙ্গনে কেন্দ্রীয় শহীদ স্মৃতিসৌধে সরকারের পক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদের নেতৃত্বে জেলা প্রশাসন পুষ্পস্তবক অর্পণ করে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. নুরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ গোলাম মোস্তফা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা খানম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এটিএম ফরহাদ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ উন্নয়ন) মহুয়া মমতাজ, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকী প্রমুখ।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়