ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কিশোরগঞ্জের করিমগঞ্জে স্বল্পবিত্তদের দেয়া হচ্ছে ১০ টাকা লিটারের দুধ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২:১২, ২৬ মার্চ ২০২৩  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করিমগঞ্জের খামারি এরশাদ উদ্দিন গত রমজানের মত এবারের রমজানেও তার খামারের দুধ ১০ টাকা লিটার দরে তুলে দিচ্ছেন স্বল্পবিত্ত পরিবারগুলোর হাতে।

করিমগঞ্জের নিয়ামতপুর রৌহা এলাকার জেসি এগ্রোফার্ম থেকে এই কার্যক্রম শুরু করেছেন।

খামারে দৈনিক ৭০ লিটার দুধ উৎপন্ন হয়। ফলে দৈনিক ৭০টি পরিবারকে তিনি ১০ টাকা দরে এক লিটার করে দুধ দেবেন বলে জানিয়েছেন। পুরো রমজানে তিনি ২ হাজার মানুষকে ২ টন দুধ সরবরাহ করবেন। তিনি ইতোমধ্যে ১ হাজার ২০০ মানুষের তালিকা করেছেন। বাইরে থেকে আরও কেউ আসলে যেন দুধ নিতে পারেন, সেই জন্য ৮০০ জনের নাম ফাঁকা রেখেছেন। তবে লোক দিয়ে বিভিন্ন মসজিদের ইমাম এবং মাদ্রাসার ছাত্রদের কাছেও দুধ পাঠাবেন বলে জানিয়েছেন। রোজার সময় দুধের লিটার হয়ে যায় ১০০ টাকা। গরিব মানুষেরা তখন দুধ কিনতে পারেন না। সেই কারণে গতবছর রমজান থেকে তিনি ১০ টাকা লিটার দুধ বিতরণ চালু করেছেন বলে জানিয়েছেন।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়