ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

কিশোরগঞ্জের তাড়াইলে ব্যারিস্টার সুমনের ফুটবল খেলা দেখতে হাজারো মানুষের ভিড়

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৪, ২৪ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ১৬:৪৬, ২৪ সেপ্টেম্বর ২০২২

কিশোরগঞ্জে তাড়াইলে ব্যারিস্টার সুমনের ফুটবল খেলা দেখতে হাজারো মানুষের ভিড়

কিশোরগঞ্জে তাড়াইলে ব্যারিস্টার সুমনের ফুটবল খেলা দেখতে হাজারো মানুষের ভিড়

 কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় ব্যারিস্টার সায়েদুল হক সুমনের ফুটবল খেলা উপভোগ করতে কয়েক হাজার মানুষ ভিড় দেখা গেছে।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের উমেদ আলী ভূঁইয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ ফুটবল খেলার আয়োজন করা হয়।জমজমাট খেলাটিতে আনন্দে মাতেন দর্শকরা।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য আমিরুল ইসলাম খান বাবলু।

এছাড়া স্থানীয় তালজাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু জাহেদ ভূঁইয়ার সভাপতিত্বে খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূঁইয়া শাহীন, তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোফাজ্জল হোসেন ভূঁইয়া চাঁন মিয়া, নান্দাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক স্বপন, তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন সিরাজী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকী, তাড়াইল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হক আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার প্রমুখ।

ফুটবল খেলায় ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি ও স্থানীয় আকবপুর শততারা ফুটবল একাডেমি অংশ নেয়। এতে ২-০ গোলে আকবপুর শততারা ফুটবল একাডেমিকে হারিয়ে বিজয়ী হয় ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। খেলায় ব্যারিস্টার সুমন একটি গোল করেন।

এদিকে অনেক দর্শক মাঠে জায়গা না পেয়ে আশপাশের স্কুল ভবন, টিনের চাল ও উঁচু গাছে অবস্থান নেন। এমনকি খেলা শুরুর আগেই দর্শকরা উমেদ আলী ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের বড় ঘরের টিনের চালায় উঠে পড়েন। এতে দর্শকের চাপে টিনের চালা ভেঙে পড়ে। এতে আহত হন অন্তত ১৫-২০ জন দর্শক।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়