ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে এবারে পাওয়া গেল প্রায় ৩ কোটি ৯০ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:২৬, ২ অক্টোবর ২০২২  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সের টাকা গণনার কাজ গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেষ হয়েছে। এবার গণনা করে  পাওয়া গেছে মোট ৩ কোটি ৮৯ লাখ ৭০ হাজার ৮৮২ টাকা।

গতকাল সকাল ৯টার দিকে জেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে মসজিদের নিচতলায় রক্ষিত আটটি সিন্দুকের দানবাক্স খোলা হয়। প্রথমে মোট ১৫টি বস্তায় টাকাগুলো ভর্তি করার পর দোতলায় নিয়ে মেঝেতে টাকা ঢালা হয়। সেখানে প্রথমে টাকা ভাঁজ ও  নোটওয়ারি বাছাই করা হয়। এ কাজে অংশ নেন মসজিদ কমিটির লোকজন এবং মসজিদ-সংলগ্ন মাদরাসার শিক্ষার্থীরা। পরে রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা টাকা গণনার কাজে নিয়োজিত হন। গণনা শেষ হতে ১০ ঘণ্টারও বেশি সময় লেগেছে।

রূপালী ব্যাংকে পাগলা মসজিদের নামে একটি অ্যাকাউন্ট রয়েছে। প্রাপ্ত সব অর্থ ঐ ব্যাংকে জমা দেওয়া হয়। নগদ অর্থ ছাড়াও স্বর্ণালংকার, বিদেশি মুদ্রা প্রভৃতিও পাওয়া গেছে। গত ২ জুলাই পাগলা মসজিদের দানবাক্স খুলে পাওয়া গিয়েছিল ৩ কোটি ৬০ লাখ ২৭ হাজার ৪১৫ টাকা। সাধারণত তিন-চার মাস পরপর দানবাক্সগুলো খোলা হয়।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়