ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৫ ১৪৩০

কিশোরগঞ্জের হোসেনপুরে কুড়িঘাট বধ্যভূমি স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেছেন এমপি লিপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:১৭, ৩ অক্টোবর ২০২২  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার কুড়িঘাট বধ্যভূমি স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয়েছে। রোববার (০২ অক্টোবর) দুপুরে কুড়িঘাট বধ্যভূমি স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।

হোসেনপুর উপজেলায় ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংস গণহত্যার সাক্ষী কুড়িঘাট বধ্যভূমি।  

এসময় উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া পারভেজ, হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাসুদ আলম, হোসেনপুর পৌরসভার মেয়র আব্দুল কাইয়ুম খোকন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জহিরুল ইসলাম নুরু মিয়া, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহ্ মাহবুবুল হকসহ অনেকে।  

পরে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং ১৯৭১ সালের ১৭ আগস্ট হোসেনপুর উপজেলার কুড়িঘাটে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর কতৃক গণহত্যার শিকারদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়