ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কেমন হবে পূজার সাজ?

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১১:৩৮, ২৫ সেপ্টেম্বর ২০২২  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পূজায় মন ভরে সাজতে কোনো বাধা নেই। উৎসবের দিনে না সাজলে আর কখন সাজবেন। সুন্দর পোশাক পরে, নিজেকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে কে না চায়! সাজের ক্ষেত্রে নারীরা বরাবরই এগিয়ে। পূজার সময় তাদের সাজে ঐতিহ্যের সঙ্গে যোগ হয় হালের ট্রেন্ডও। যেমন পোশাকে লাল-সাদার পাশাপাশি যুক্ত হয় আরও অনেক মন মাতানো রং। চলুন তবে জেনে নেওয়া যাক পূজার দিনগুলোতে সাজ কেমন হবে-

পূজার শুরুটা হয় মূলত ষষ্ঠীর দিন থেকে। এই দিন নারী চাইলে সালোয়ার-কামিজ পরতে পারেন, পরতে পারেন শাড়িও। সেইসঙ্গে সাজটা হালকা হলেই মানাবে বেশ। চুল বাঁধার ধরনে স্বস্তিকে প্রাধান্য দেবেন। এসময় পনিটেইল বা বেণি করলে বেশি আরাম পাবেন। চাইলে চুলে দুই-একটি ফুলও গুঁজে নিতে পারেন।

সপ্তমীর সাজেও নিজেকে রাখুন সজীব ও স্নিগ্ধ। এসময় সুতির পোশাক বেছে নেওয়াটাই হবে বুদ্ধিমানের কাজ। পোশাকের সঙ্গে মানানসই হালকা মেকআপ করুন। ত্বকের সঙ্গে মিলিয়ে ট্যান্সলুসেন্ট পাউডার কিংবা বিবি ক্রিম ব্যবহার করুন। ঠোঁটে থাকুক হালকা রঙের লিপস্টিক। রাতের সাজে চোখে আইশ্যাডো লাগাতে পারেন। চুলে বাঁধতে পারেন খোঁপা।

অষ্টমীর সাজে নিজেকে একটু জমকালো করে তুলতেই পারেন। এইদিন সিল্ক, কাতান কিংবা বেনারসি শাড়ি জড়িয়ে নিতে পারেন অনায়াসে। দিনের সাজ হালকাই থাকুক, রাতে হলে একটু ভারী সাজতে পারেন। পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে বা উল্টো রঙের আইশ্যাডো ব্যবহার করতে পারেন। শাড়ির সঙ্গে চুল খোলা রাখতে পারেন, যদি অস্বস্তি না হয়। কপালে পরতে পারেন টিপ।

নবমীর দিনের সাজ সবচেয়ে বেশি জমকালো হোক। নবমীর দিনও অষ্টমীর মতো সিল্ক, কাতান ইত্যাদি বেছে নিতে পারেন। অথবা জামদানিও পরতে পারেন। শাড়িই হতে হবে কথা নেই, আপনি যে পোশাকে স্বাচ্ছন্দ, সেটিই পরুন। আর সাজ নাহয় নিজের পছন্দমতোই বেছে নিন। তবে খেয়াল রাখবেন, দেখতে যেন বেমানান না লাগে।

দশমীর দিন লাল-সাদা রংটাই বেশি প্রাধান্য পায় পোশাকের ক্ষেত্রে। তবে এই রঙের বাইরে পরা যাবে না, এমন নয়। সাজ হালকা হতে পারে কিংবা জমকালো- কোনো বাধা নেই। এই দিন চোখের সাজে আরেকটু মনোযোগী হতে পারেন। সবটুকু মায়া যেন ভর করে আপনার চোখেই। মোটা করে কাজল, মাশকারা, আইলাইনার পড়তে পারেন। চোখে দিতে পারেন স্মোকি লুক। গালে হালকা ব্লাশন টানুন, ঠোঁটে পরুন লিপস্টিক। চোখের সাজ ভারী হলে ঠোঁটের সাজ হালকা থাকাই ভালো।

সর্বশেষ
জনপ্রিয়