ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

কোভিড রূপান্তর নিয়ে যা জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:১৬, ৩১ জানুয়ারি ২০২৩  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনাভাইরাস নিয়ে বিশ্ব জুড়ে এখনো বড় ভয় আছে। ভাইরাসটি সম্প্রতি রূপান্তরের পর্যায়ে রয়েছে। এই রূপান্তর পর্যায়ের দিকেই আরো নজর রাখা জরুরি। যতটা সম্ভব এই নতুন নতুন রূপের ক্ষতিকর প্রভাবগুলো প্রশমিত রাখতে হবে।

গতকাল সোমবারের এক বিবৃতিতে এ কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বিবৃতিতে জানানো হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডাইরেক্টর জেনারেল কোভিড সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটির পরামর্শের সঙ্গে একমত হয়েছেন। সেইমতে কোভিডকে জনস্বাস্থ্যে একটি জরুরি অবস্থা হিসেবেও বিবেচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পৃথিবী এখনো করোনা থেকে মুক্ত হয়নি বলেই মনে করছে আন্তর্জাতিক সংস্থা।

এতে আরো জানানো হয়, করোনা সংক্রামক রোগ হলেও বিশ্ব জুড়ে এটি অনেকটা আয়ত্তে এসেছে। বেশিরভাগ মানুষের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতাও ধীরে ধীরে গড়ে উঠেছে।

কীভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠেছে সে প্রশ্নের জবাবে বিবৃতি বলা হয়েছে, সংক্রমণের মাধ্যমে বা টিকাকরণের মাধ্যমে গড়ে উঠেছে এই রোগ প্রতিরোধ ক্ষমতা। এর ফলে রোগ নিয়ন্ত্রণও সহজ হচ্ছে।

বিশেষজ্ঞদের তৈরি বিবৃতিতে বলা হয়, এর ফলে সার্স কোভ-২ ভাইরাসে আক্রান্ত হয়ে মরবিডিটি ও মৃত্যুর হার অনেকটাই কমছে।

সর্বশেষ
জনপ্রিয়