ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

খবরের কাগজ পড়া সম্পর্কে...

মোহাম্মদ আসাদুল্লাহ

প্রকাশিত: ১৪:২৬, ১৬ মে ২০২৩  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

“প্রতিদিনের প্রচার সংখ্যা (mass circulation) বাড়ানোর জন্যে খবরের কাগজগুলো মানুষের মনস্তত্ত্ব বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে। এটি হলো, যে কোনো মানুষই অন্যদের দুর্বিপাকের গল্প শোনার লোভকে সংবরণ করতে পারে না। সৌভাগ্যক্রমে খবরের কাগজগুলোর জন্যে উনবিংশ শতাব্দী ছিল ব্যতিক্রমী ধরনের দুর্বিপাকপূর্ণ কাল...

..... কিন্তু সত্যিকার অর্থে কেবলমাত্র সেই খবরগুলোই আমাদের দরকার যেগুলো আমাদেরকে বিভিন্ন মানবিক গুণ যেমন, ক্ষমা করা, দয়ালু হওয়া, চিন্তা করার সক্ষমতা অর্জন করা, অন্যদেরকে প্রশংসা করতে পারা, কৃতজ্ঞতার বোধ ও মানসিক স্থিরতা  অর্জন করা ইত্যাদি। 

এগুলো সম্পর্কিত সত্য খবরগুলোকেই প্রতিদিনকার আগুন, খুন, দুর্ঘটনা ও সমস্যার খবরগুলোকে সরিয়ে দিয়ে বা সেগুলোর চেয়ে বেশি গুরুত্ব দিয়ে প্রকাশ করা উচিত, আমাদের মনের মধ্যে এই মানবিক বোধগুলোকে শক্তভাবে  গ্রথিত করার জন্যে। 

মোটকথা, সাধারণভাবে ও বাস্তবিক অর্থেই আমাদের জন্যে প্রয়োজনীয় খবরগুলো হওয়া উচিৎ সবচেয়ে কম গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে কম জরুরি বিষয়গুলোর ওপরে।

সর্বশেষ
জনপ্রিয়