ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

খুলনায় প্রথম ডোজ পাওয়া অর্ধেক জনগোষ্ঠীকে করোনার বুস্টার ডোজ প্রদান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৩৭, ১৪ নভেম্বর ২০২২  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

খুলনায় এখনও করোনা রোগী পাওয়া যাচ্ছে এবং তাদের চিকিৎসার সব ধরনের ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

গতকাল রবিবার (১৩ নভেম্বর) জেলার আইনশৃঙ্খলা কমিটির নভেম্বর মাসের সভায় এ তথ্য জানানো হয়। ডেপুটি সিভিল সার্জন ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেন বলেন, করোনা টিকার প্রথম ডোজের অর্ধেক জনগোষ্ঠীকে এখন পর্যন্ত বুস্টার ডোজ দেওয়া হয়েছে। জেলায় মোট ৫৫ লাখ ১০ হাজার ৮৫৯ ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে ২৩ লাখ ৪৫ হাজার ৫৪২ জনকে প্রথম ডোজ, ২০ লাখ ১০ হাজার ২৪৬ জনকে দ্বিতীয় ডোজ ও ১১ লাখ ৫৫ হাজার ৭১ জনকে বুস্টার ডোজ দেওয়া হয়েছে। এছাড়া নতুন শনাক্ত হওয়া রোগীদের জন্য হাসপাতালে সব ধরনের চিকিৎসার ব্যবস্থা রয়েছে বলে জানান তিনি।  

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়