ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

ময়মনসিংহ জেলার গৌরীপুরে মুক্তিযোদ্ধা চত্বর স্থাপনের ঘোষণা দিলেন পৌর মেয়র

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:১৩, ২৮ মার্চ ২০২৪  

ময়মনসিংহ জেলার গৌরীপুরে মুক্তিযোদ্ধা চত্বর স্থাপনের ঘোষণা দিলেন পৌর মেয়র

ময়মনসিংহ জেলার গৌরীপুরে মুক্তিযোদ্ধা চত্বর স্থাপনের ঘোষণা দিলেন পৌর মেয়র

বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরে মুক্তিযোদ্ধা চত্বর স্থাপনের ঘোষণা দিয়েছেন একাধারে তিনবারের নির্বাচিত পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম।

গতকাল বুধবার (২৭ মার্চ) বিকেলে স্বাধীনতা দিবস উপলক্ষে পৌরসভার আয়োজনে পৌর মিলনায়তনে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনা সভায় তিনি এই ঘোষণা দেন।

এসময় মেয়র তার বক্তব্যে মুক্তিযোদ্ধা চত্বরের কাজ দ্রুত শুরু করার আশাবাদ ব্যক্ত করেন । এর আগে তিনি স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের মতামতের ভিত্তিতে মুক্তিযোদ্ধা চত্বর স্থাপনের স্থান নির্ধারণ করবেন। মেয়র সৈয়দ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও পৌরসভার প্যানেল মেয়র নাজিম উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, সাবেক ডেপুটি কমান্ডার নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, গৌরীপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মীর মোশারফ হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মদন মোহন দাস, পৌর কাউন্সিলর এনামুল হক ভূইয়া, জিয়াউর রহমান জিয়া প্রমুখ।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়