ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ছড়া: সরষে ও মৌমাছি

আলাউদ্দিন হোসেন

প্রকাশিত: ১৩:২৮, ৪ জানুয়ারি ২০২৩  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

হলদে হাসি

সরষে ফুলে রং লেগেছে
প্রকৃতিজুড়ে হাসি
মৌমাছিদের রূপের ভেলা
খুশি মধুচাষি।

সবুজ মাঝে হলদে হাসি
আহারে কি রূপ
হাসিমাখা রূপের ছোঁয়া
মাঠ প্রান্তর চুপ।

দিগন্ত জোড়া হলদে চাদর
শীতল বাতাসে ঘ্রাণ
পল্লিগাঁয়ে হলদে হাসি
জুড়ায় মনপ্রাণ।

****

সরষে ও মৌমাছি

প্রকৃতিজুড়ে হলদে ফুল
মৌমাছিদের মেলা
নাচে গানে মুখরিত
কাটে সারাবেলা।

হলুদ রঙের ছোঁয়া লাগা
পল্লি সকল মাঠ
মনের সুখে ওড়াউড়ি
মৌমাছিদের হাট।

হলদে ফুলে মাখামাখি
মৌমাছিরা হাসে
ফুলের ঘ্রাণে মধু টানে
আকাশ পানে ভাসে।

সর্বশেষ
জনপ্রিয়