ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

জাকারবার্গের মেটা ছাড়ার খবর ভুয়া

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৭:৪১, ২৫ নভেম্বর ২০২২  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মেটার সিইও পদ থেকে সরে দাঁড়াচ্ছেন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ- গত কয়েকদিন ধরে এমনই একটি খবর ঘুরছিল সোশ্যাল মিডিয়ায়। তবে খবরটির সত্যতা নেই বলে জানিয়েছেন অ্যান্ডি স্টোন নামের এক মেটা কর্মকর্তা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক পোস্টে জাকারবার্গের সরে দাঁড়ানোর তথ্য ভুয়া বলে দাবি করেন তিনি। 

‘স্বপ্নের প্রকল্প’ মেটাভার্সের আর্থিক ক্ষতির কারণেই জাকারবার্গ পদত্যাগ করতে চাইছেন বলে দাবি করেছিল এক আন্তর্জাতিক সংবাদমাধ্যম। সেখানে আরও দাবি করা হয়, ২০২৩ সালের শুরুতেই দায়িত্ব থেকে সরে যাবেন মার্ক জাকারবার্গ। কিন্তু, ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যেই এই দাবি প্রত্যাখ্যান করেছে মেটা।

সংবাদমাধ্যমটি কারণ হিসেবে উল্লেখ করে, সম্প্রতি বড় আর্থিক লোকসানের সম্মুখীন হয়েছে মেটা। বিশেষত মেটাভার্স প্রকল্পে বিপুল টাকা বিনিয়োগের পর কাঙ্ক্ষিত সাফল্য পাননি জাকারবার্গরা। আর এর জেরেই বিনিয়োগকারীদের থেকে চাপ তৈরি হচ্ছিল। যার কারণে এবার সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন মার্ক জাকারবার্গ।

তবে পদ থেকে সরে দাঁড়ানোর বিষয়টি গুজব হলেও মেটার আর্থিক ক্ষতির দাবিটি কার্যত স্বীকার করেছেন মেটা কর্মকর্তা। তিনি বলেন, ‘ব্যবসায় লাভ-ক্ষতি থাকবেই। আশা করা হচ্ছে আগামী বছর সংস্থা দ্বিগুণ লাভ করবে।’

উল্লেখ্য, চলতি নভেম্বরেই ফেসবুকের নিয়ন্ত্রক সংস্থা মেটা কমপক্ষে ১১ হাজার কর্মীকে ছাঁটাই করেছে। সংস্থার এক বিবৃতিতে ‘১৩% কর্মী কমানোর’ সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল। এরপর সংস্থার প্রধান হিসেবে ‘কর্মী কমানো’র দায় নিজের ওপরই নেন মার্ক জাকারবার্গ।

সর্বশেষ
জনপ্রিয়