ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

জাতির জনকের কবর জেয়ারত করলো ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:৩০, ২৬ নভেম্বর ২০২২  

জাতির জনকের কবর জেয়ারত করলো ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগ

জাতির জনকের কবর জেয়ারত করলো ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগ

বাংলাদেশ আওয়ামী লীগ, ফুলবাড়ীয়া উপজেলা  শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বাংলাদেশের স্থপতি মুক্তিযুদ্ধের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি (কবর) জিয়ারত করেছেন।  গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গতকাল শুক্রবার দুপুরে এই কর্মসূচি পালন করেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল সেলিমের নেতৃত্বে এ সময়  উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ,  উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ময়েজ উদ্দিন তরফদার, সহ সভাপতি ও পৌর মেয়র গোলাম কিবরিয়া, এডভোকেট আবুল কাশেম মুছা,  ডাঃ তোফাজ্জল হোসেন, অধ্যাপক আবুল হোসেন,, মুমিনুল ইসলাম হযরত, উপদেষ্টা মোঃর সদস্য ডাঃ আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মজিবুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক আবু কাউসার মিলন, সাংগঠনিক সম্পাদক শামছুল আলম বাবলু,  কেরামত আলী জিন্নাহ, দফতর সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, এনায়েপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য  সদস্য  বুলবুল হোসেন,  ভবানীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জবান আলী, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ আবুল হোসেন, ধর্মীয় সম্পাদক মাওলানা আব্দুল মুন্নাফ, কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান ইকবাল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ আবদুর রাজজাক,  বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক লুইস সুপ্রভাত জেংচাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক দুলাল মাস্টার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ আবুল হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মুনী আহাম্মদ চঞ্চল, যুব ও ক্রীড়া সম্পাদক সাইদুল ইসলাম, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম মাস্টার,  সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাহতাব উদ্দিন,  সহ প্রচার, সম্পাদক জয়নাল আবেদীন মন্ডল, ফুলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাল মাহমুদ সরকার, কুশমাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদস্য সাইফুল ইসলাম, আছিম পাটুলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সদস্য এস  সাইফুজ্জামান সাইফুল, ভবানীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক পলাশ, বাক্তা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হক সোহেল, বাক্তা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদস্য নজরুল ইসলাম, এস এম ইব্রাহিম, কালাদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইমান আলী মাস্টার, নাওগাও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস ছালাম, ভবানীপুরের আব্দুস সালাম (অবঃ বিডিআর),সদস্য আলহাজ্ব আব্দুল হান্নান, আব্দুল কদ্দুছ ম্যানেজর ৃ মামুনুর রশীদ মামুন, এডভোকেট আব্দুল মুত্তালিব, রাকেশ মল্লিক সহ অন্যান্যরা সাথে  ছিলেন।

নেতৃবৃন্দ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরের পাশে দাড়িয়ে কোরআনখানি, তসবীহ পাঠ করেম। সবশেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ  মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, ১৫ আগষ্টে দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে ঘাতকদের হাতে নির্মমভাবে নিহত, মুক্তিযুদ্ধে সকল শহীদদের আত্মার মাগফেরাত এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশ-জাতির উন্নতি ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করেন।  পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম সকল নেতৃবৃন্দকে নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি স্মৌধ পরিদর্শন সহ জাতির জনকের বিভিন্ন স্মৃতিময় ঐতিহাসিক স্থান পরিদর্শন করেন এবং মন্তব্যবহিতে স্বাক্ষর করেন।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়