ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিজেএসসি সংসদের নেতৃত্বে যারা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১:০৩, ২৯ সেপ্টেম্বর ২০২২  

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিজেএসসি সংসদের নেতৃত্বে যারা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিজেএসসি সংসদের নেতৃত্বে যারা

দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিলের (বিজেএসসি) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হয়েছেন স্নাতকোত্তর শ্রেণির (৪৬ ব্যাচ) শিক্ষার্থী বিকাশ মল্লিক এবং সাধারণ সম্পাদক হয়েছেন স্নাতক চতুর্থ বর্ষের (৪৭ ব্যাচ) সুবর্ণা আক্তার।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সংগঠনের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ৬৪ সদস্যের এ কমিটির সবাই বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী।

সংগঠন সূত্রে জানা যায়, বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে বিজেএসসির জাবি সংসদের সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রখ্যাত গবেষক ও বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ এ মামুনকে সম্মাননা দেওয়া হয়।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, ইতিহাস বিভাগের অধ্যাপক এটিএম আতিকুর রহমান, ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান, সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি সুমাইয়া শিফাত, সহকারী অধ্যাপক উজ্জ্বল কুমার মণ্ডল, বিজেএসসির কেন্দ্রীয় সংসদের সভাপতি হেদায়েতুল ইসলাম, সাধারণ সম্পাদক তাওসিফ আব্দুল্লাহ এবং বিজেএসসির জাবি সংসদের বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক  মাহাতাব নির্ঝর প্রমুখ।

অনুষ্ঠানে সহকারী অধ্যাপক সুমাইয়া শিফাত নতুন কমিটির নাম ঘোষণা করেন। এ কমিটির অন্য সদস্যরা হলেন- সহসভাপতি ফুয়াদ হাসান, সাধন বিশ্বাস, শাহ্‌ পরাণ, মুস্তাকিম ইসলাম তৌফিক, গোলাম কিবরিয়া তুহিন, নাজমুল হক, সবুজ হোসেন, সেলিম হোসেন, একরামুল হক মিলু, ফন্টু ত্রিপুরা, মিজানুর রহমান, শ্রাবণী আক্তার, ফাবিহা বিনতে হক, তানভীর হাসান ও পিংকি খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ, মো. মহিউদ্দিন, সায়মা লিমা, এনামুল হক তামিম, গোলাম আজম, সাঈদ ইব্রাহিম রিফাত, কাজী নিশাত তাবাসসুম, জান্নাতুল ফেরদৌস, মামুন মিয়া, শাহ ওয়াজিহা রহমান, রাহুল রায় কৌশিক এবং আব্দুর রহমান সার্জিল, সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ নাহিদ, জায়েদ হোসেন আলিফ, জাহিদ হাসান জীম, গোলাম আযম, মোবাশ্বির আহমেদ তন্ময়, শাহরীন জাহওয়া, সিলভি আক্তার, আরিফুল ইসলাম চঞ্চল, ফারহান আহমেদ, নাহরাইন জান্নাত, মোস্তাকিম হোসেন, বিকাশ চন্দ্র শীল, তামিমা খাতুন এবং তানভীর আলম সিনাত।

অন্যান্য সম্পাদকীয় পদে মনোনীতরা হলেন- দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন, অর্থ সম্পাদক মোছা. কামরুন্নাহার, প্রচার সম্পাদক মো. রুবেল, প্রকাশনা সম্পাদক খাইরুন্নেছা জান্নাত, আইটি সম্পাদক মো. ফরহাদুজ্জামান, সাংস্কৃতিক সম্পাদক লাবিবা মারজুকা, শিক্ষাবিষয়ক সম্পাদক মালিহা খানম, সমাজসেবা সম্পাদক তাসফিয়া তাহসিন, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক হিমেল হাসনাত রাফি, নারী সম্পাদক আরশি চাকমা, ক্রীড়া সম্পাদক সিমান্ত বর্ধন, ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক এ এন এম রবিন, আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সম্পাদক সাজিদ হাসান ফারহান, আপ্যায়ণ সম্পাদক সামিয়া হাসান জিম, ধর্ম সম্পাদক আজহারুল ইসলাম, সাহিত্য সম্পাদক খাদিজা আক্তার এবং স্বাস্থ্য ও চিকিৎসা পদে রয়েছেন সম্পাদক উম্মে হাবিবা মেঘলা।

এছাড়া কার্যকরী সদস্য হিসেবে আছেন শরীফ আহমেদ, শেখ হাসিবুর রহমান, জেবিন ফারজানা এবং সাকিব হাওলাদার।

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়