ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

তোয়াব খানের মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৪১, ২ অক্টোবর ২০২২  

তোয়াব খানের মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক

তোয়াব খানের মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক

একুশে পদকপ্রাপ্ত বর্ষীয়ান সাংবাদিক তোয়াব খানের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন।

শনিবার এক শোকবাণীতে উপাচার্য বলেন, ‘তোয়াব খান ছিলেন মহান মুক্তিযুদ্ধের একজন অন্যতম সংগঠক। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর হিসেবে তাঁর কাজ করার সুযোগ হয়েছিল। তিনি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রেস সচিবের দায়িত্বসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও পত্রিকায় অত্যন্ত সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। বাংলাদেশে সংবাদপত্র শিল্প ও সাংবাদিকতা বিকাশে তিনি নেতৃস্থানীয় ভূমিকা রেখেছেন। পেশাদারিত্বের গুণগত মান উন্নয়নে এবং নৈতিক ও মানবিক মূল্যবোধ প্রতিপালনে তিনি বিশেষ যত্নশীল ছিলেন।’

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রয়াত তোয়াব খানের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

তোয়াব খান আজ দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়