ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

দেশে করোনার টিকা দেওয়া হয়েছে ৩৬ কোটির বেশি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮:৩১, ২৯ মে ২০২৩  

দেশে করোনার টিকা দেওয়া হয়েছে ৩৬ কোটির বেশি

দেশে করোনার টিকা দেওয়া হয়েছে ৩৬ কোটির বেশি

বাংলাদেশে এখন পর্যন্ত ৩৬ কোটির বেশি কোভিড ভ্যাকসিন দেওয়া হয়েছে। প্রথম ডোজ পেয়েছেন শতকরা ৮৮ ভাগ মানুষ, দ্বিতীয় ডোজ ৮২ ভাগ এবং তৃতীয় ডোজ পেয়েছেন দেশের ৪০ ভাগ মানুষ। দেশে গড়ে ৮৫ থেকে ৯০ ভাগ মানুষ করোনার টিকা নিয়েছেন যা উন্নত বিশ্বের চেয়ে বেশি। ধনী দেশগুলোতে ৭২ ভাগ মানুষ টিকা পেয়েছেন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এই তথ্য জানিয়েছেন।

সচিবালয়ে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী জানান, বুস্টার ডোজ হিসেবে ভিসিভি নামে নতুন একটি টিকা আসছে দেশে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মাধ্যমে এই টিকা আনা হচ্ছে। ইতোমধ্যে ৩০ লাখ টিকা আসছে। ট্রায়ালের কাজ শেষ হয়েছে। এই টিকা দেওয়া হবে ১৮ বছরের ঊর্ধ্বে যারা আছেন, তাদের তৃতীয় ডোজ হিসেবে। আর যারা টিকা নেননি এমন ব্যক্তিদের মধ্যে ৬০ বছরের বেশি যারা আছেন তাদের এবং সম্মুখ সারির যোদ্ধাদের এই টিকা দেওয়া হবে।মন্ত্রী জানান, বাংলাদেশ বিশ্বের মোট উৎপাদিত টিকার ১১ ভাগ টিকা পেয়েছে এ পর্যন্ত। দেশে টিকা উৎপাদনের কাজ চলছে। শিগগিরই দেশে টিকা উৎপাদন হবে।

সর্বশেষ
জনপ্রিয়