ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

দেশে করোনায় কারো মৃত্যু নেই আজ, শনাক্তের হার ৬.৫৭ শতাংশ

হেলথ ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৫, ২৭ মে ২০২৩  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সারাদেশে গত ২৪ ঘণ্টায় কারোনাভাইরাসে আরো ৬১ জন আক্রান্ত হয়েছেন। তবে এ সময়ে প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।

এর ফলে এখন পর্যন্ত দেশে করোনায় ২৯ হাজার ৪৪৬ জনের মৃত্যু হয়েছে এবং শনাক্তের সংখ্যা ২০ লাখ ৩৮ হাজার ৮৯৮ জনে পৌঁছেছে।
 
প্রতিদিনের মতো শনিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৯২৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ সময়ে শনাক্তের হার ছয় দশমিক ৫৭ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ২২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১১ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা ২০ লাখ ছয় হাজার ১৯৪ জনে দাঁড়িয়েছে।

সর্বশেষ
জনপ্রিয়