ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৫ ১৪৩০

দেশের প্রথম ‘স্মার্ট উপজেলা’ মাদারীপুরের শিবচর

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:০৪, ১ ফেব্রুয়ারি ২০২৩  

দেশের প্রথম ‘স্মার্ট উপজেলা’ মাদারীপুরের শিবচর

দেশের প্রথম ‘স্মার্ট উপজেলা’ মাদারীপুরের শিবচর

মাদারীপুরের শিবচরকে দেশের প্রথম ‘স্মার্ট উপজেলা’ হিসেবে উদ্বোধন করা হয়েছে। উপজেলার ১৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার গুরুত্বপূর্ণসহ বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা। এছাড়া উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদ ভবন, শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার, বাসস্ট্যান্ড, সরকারি প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে সিসিটিভি ক্যামেরা বসানো হবে।

গতকাল মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে শিবচরের চৌধুরী ফাতেমা বেগম অডিটোরিয়ামে ‘স্মার্ট শিবচরের’ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। স্মার্ট শিবচর উপজেলার কার্যক্রমের অংশ হিসেবে উপজেলাজুড়ে ৮৮০ সিসিটিভি ক্যামেরার উদ্বোধন করেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সালমান এফ রহমান বলেন, ‘শিবচরকে প্রথম স্মার্ট উপজেলা ঘোষণা দেওয়া হলো। অন্যান্য উপজেলার রোল মডেল এখন এই শিবচর উপজেলা। স্মার্ট বাংলাদেশে গড়ার ক্ষেত্রে আমাদের অনেক চ্যালেঞ্জ আছে। মূল চ্যালেঞ্জ হলো আমাদের প্রযুক্তি ও যন্ত্রপাতি। আমাদের গতিসম্পন্ন টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মডার্ন কম্পিউটিংয়ের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। এই বিষয়গুলো যদি আমরা তাড়াতাড়ি বাস্তবায়ন করতে না পারি তাহলে চ্যালেঞ্জের মুখে পড়বো। শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে আমরা স্মার্ট বাংলাদেশ গড়তে পারবো।’

জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের সভাপতিত্বে স্মার্ট শিবচরের কার্যক্রম ও সিসি ক্যামেরা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, শাজাহান খান এমপি, কাজী নাবিল আহমেদ এমপি, বেগম নাহিদ ইজাহার খান এমপি, বেগম খাদিজাতুল আলম এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী ও পুলিশ সুপার মো. মাসুদ আলম প্রমুখ।

অনুষ্ঠানে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, ‘শিবচর একসময় অবহেলিত উপজেলা ছিল। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার হাত ধরে আধুনিক উপজেলার দিকে এগিয়ে যাচ্ছি। প্রধানমন্ত্রী যে স্মার্ট বাংলাদেশের কথা বলেছেন, তার কার্যক্রম শিবচর থেকে শুরু হলো। এজন্য সবাইকে ধন্যবাদ জানাই।’

জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গঠনে যে টাইমলাইন দিয়েছেন, তার আগেই আমরা মাদারীপুরকে স্মার্ট জেলা হিসেবে গড়ে তুলবো।’

স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করবে। এজন্য থাকছে আলাদা কন্ট্রোল রুম। সিসি ক্যামেরা থাকায় যেকোনো অপরাধ সংঘটিত হলে সহজেই অপরাধীকে শনাক্ত করা যাবে।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়