ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

নভেম্বরের শুরুতেই শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:২১, ৪ অক্টোবর ২০২২  

নভেম্বরের শুরুতেই শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে

নভেম্বরের শুরুতেই শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল নভেম্বরের প্রথম সপ্তাহে প্রকাশ করা হবে। ডিসেম্বর থেকে তাদের যোগদান শুরু হবে।

সোমবার সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত। 

তিনি বলেন, ৩ ধাপে সহকারী শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষায় যারা পাস করেছেন তাদের মৌখিক পরীক্ষা নেয়া হয়েছে। জেলাভিত্তিক মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর তা অধিদফতরের মাধ্যমে বুয়েটে পাঠিয়ে দেওয়া হয়েছে। সব ফলাফল একত্রিত করে নভেম্বরের শুরুতে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। ডিসেম্বর থেকে যোগদানের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করা হচ্ছে।

তিনি আরো বলেন, দিনাজপুর জেলার মৌখিক পরীক্ষা বাকি রয়েছে। এ পরীক্ষার ফলাফল পাঠানো হলে বুয়েট থেকে চূড়ান্ত ফলাফল প্রকাশের কাজ শুরু হবে।

জানা গেছে, ১২ অক্টোবর দিনাজপুরে তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা নেয়া হবে। এর মাধ্যমে সারাদেশের সব জেলার মৌখিক পরীক্ষা শেষ হবে।

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়