ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৫ ১৪৩০

নারী ক্ষুদ্র উদ্যোক্তারা গ্রামীণ অর্থনীতিতে ব্যাপকভাবে ভূমিকা রাখছেন : শিল্পমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১:০৫, ২৪ নভেম্বর ২০২২  

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, ২০৪১ সালের উন্নত রাষ্ট্র হিসেবে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারব। তাই ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য আরো সুযোগ-সুবিধা সৃষ্টি করতে হবে।

তিনি বলেন, বর্তমান সরকার ক্ষুদ্র শিল্পের অগ্রগতিতে সব ধরনের সুযোগ-সুবিধা দিয়ে যাচ্ছে। এসব ক্ষুদ্র উদ্যোক্তারা যদি তাদের ব্যবসা প্রসারিত করতে পারে তাহলে সেই সুবিধা আমরা সবাই ভোগ করতে পারব। 

বৃহস্পতিবার আগারগাঁওয়ে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১০ম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, নারী ক্ষুদ্র উদ্যোক্তারা গ্রামীণ অর্থনীতিতে ব্যাপকভাবে ভূমিকা রাখছেন। উদ্যোক্তা বাড়ছে, তাদের ব্যবসার প্রসারতার বাড়ছে। অর্থনীতিতে তাদের আরো ভূমিকা রাখার জন্য স্বল্প সুদে ও জামানতবিহীন ঋণের ব্যবস্থা করতে হবে। তাদের ব্যবসা প্রসারিত হলে জাতীয় অর্থনীতিতে অবদান বাড়বে। আমাদের গ্রামীণ অর্থনীতিকে আরো এগিয়ে নিতে হবে। 

তিনি বলেন, গ্রামীণ অর্থনীতিকে এগিয়ে নিতে আমরা কাজ করে যাচ্ছি। পদ্মাসেতুসহ যোগাযোগ ব্যবস্থার উন্নতি হওয়ায় এর সুফল পাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তে থাকা উদ্যোক্তারা।

এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য দেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, শিল্পসচিব জাকিয়া সুলতানা, এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন প্রমুখ।

সর্বশেষ
জনপ্রিয়