ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

নিপুণ রায়সহ বিএনপির ১০৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০:৩৮, ২৭ মে ২০২৩  

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায়

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায়

রাজধানীর কেরাণীগঞ্জে আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর ও নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরীসহ ১০৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।শনিবার আওয়ামী লীগ কর্মী সুমন মিয়া বাদী হয়ে এ মামলা করেছেন।

গতকাল শুক্রবার ঢাকার কেরাণীগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ৫০ জন আহত হওয়ার ঘটনায় এ মামলা দায়ের করা হয়।

কেরাণীগঞ্জ মডেল থানার পরিদর্শক (অপারেশন) আশিকুর রহমান জানান, শুক্রবার বিএনপির লোকজন স্থানীয় আওয়ামী লীগ কার্যালয় ও নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৯ জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

মামলা সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা জিঞ্জিরার চাটগাঁও এলাকা থেকে কেরাণীগঞ্জে সমাবেশস্থলের দিকে আসতে থাকে। এক পর্যায়ে তারা আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর ও নেতাকর্মীদের ওপর হামলা করে। এতে অন্তত ৫০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আইন-আদালত বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়