ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নেত্রকোণা জেলার কলমাকান্দায় মহান স্বাধীনতা পালিত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩:০০, ২৬ মার্চ ২০২৩  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নানা কর্মসূচীর মধ্য দিয়ে নেত্রকোণার কলমাকান্দায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। রোববার এ দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ৩১বার তোপধ্বনির মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবসের শুভ সূচনা করেন উপজেলা প্রশাসন।

পরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. মুহাম্মদ আল মামুন, থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম (পিপিএম) পুষ্পস্তবক অর্পন করেন।

এছাড়াও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর সহযোগী সংগঠন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বিভিন্ন সামাজিক সংগঠন , মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক সংগঠন, কলমাকান্দা প্রেসক্লাব, বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীবৃন্দ পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানান।

পরে সকাল ৯টায় কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক , উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) আসাদুজ্জামান, ওসি আবুল কালাম বেলুন ও পায়রা উড়িয়ে কুচকাওয়াজের শুভ উদ্বোধন করেন। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়ে শারীর চর্চা প্রদর্শন করেন।

পরে ওইদিন দুপুরে কলমাকান্দার জেলা পরিষদের মাল্টিপারপাস কাম অডিটোরিয়াম মিলনায়তনে উপজেলার ২০০ জন বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে । উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামানের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়