ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

নেত্রকোণা জেলায় মহান স্বাধীনতা দিবস পালিত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:২৭, ২৬ মার্চ ২০২৩  

নেত্রকোণা জেলায় মহান স্বাধীনতা দিবস পালিত

নেত্রকোণা জেলায় মহান স্বাধীনতা দিবস পালিত

নেত্রকোণা জেলা প্রশাসনের উদ্যোগে রোববার যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে শহীদ স্মৃতিস্তম্ভে প্রত্যুষে বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অসিত কুমার সরকার সজল, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খান, জেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আমিরুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. নুরুল আমিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মানিক, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা আক্তারসহ সর্বস্থরের নেতৃবৃন্দ।

সকাল ৮টায় জেলা শহরের সাতপাই স্টেডিয়াম মাঠে কুচকাওয়াজ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজের অভিবাদন গ্রহন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ এবং পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ। অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন উদ্ধোধন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

এ সময় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, জেলা প্রশাসনের সকল কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়