ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নেত্রকোণার কলমাকান্দায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও আবুল হাসেম

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:২৪, ২৬ নভেম্বর ২০২২  

নেত্রকোণার কলমাকান্দায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও আবুল হাসেম

নেত্রকোণার কলমাকান্দায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও আবুল হাসেম

নেত্রকোণা জেলার পাশ্ববর্তী সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার বংশিকুন্ডা (দঃ) ইউনিয়নের রৌহা গ্রামের হাবিবা (১৪) নামের এক মেয়ের বিয়ের আয়োজন চলছিল।  হাবিবা এ গ্রামের হাবিল মিয়া এবং দিলবাহারের মেয়ে। 

গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কলমাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হাসেম এর নেতৃত্বে টিম অপরাজিতার সদস্য নাজমুল হক, আনোয়ার হোসেন ঘটনাস্থলে উপস্থিত হন। উপজেলা নির্বাহি অফিসার মোঃ আবুল হাসেম হাবিবার পিতা- মাতাকে এই বিবাহ বন্ধ করার অনুরোধ জানান এবং বাল্য বিবাহের কুফল সম্পর্কে তাদের সচেতন করেন। ফলে হাবিবার পিতা-মাতা এই বিবাহ বন্ধ করে দেন এবং ১৮ বছরের আগে মেয়ে বিয়ে দিবেন না বলে প্রতিশ্রুতি দেন। এসময় শিক্ষক সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিকে উপজেলা নির্বাহি অফিসার আসার খবর পেয়ে বর পক্ষ পালিয়ে যায়। জানা যায়, বংশিকুন্ডা(দঃ) ইউনিয়নের ১নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য নুরুজ্জামানের উপস্থিতিতে এ বিবাহের আয়োজন চলছিল। উপজেলা নির্বাহি অফিসার মোঃ আবুল হাসেম উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, আমাদের সবাইকে বাল্য বিবাহ বন্ধে আরো সচেতন হতে হবে এবং আমাদের সমাজকে বাল্য বিবাহ মুক্ত করতে হবে।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়