ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নেত্রকোণায় কারাবন্দিদের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩৮, ৩ অক্টোবর ২০২২  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

‘মুজিব বর্ষের অঙ্গীকার, কারাগার হবে সংশোধনাগার’ এই শ্লোগানকে সামনে রেখে নেত্রকোণা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিস নেত্রকোণা জেলা কারাগার পরিদর্শন করেন।

রোববার (২রা অক্টোবর) কারাবন্দীদের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কারাবন্দি সংস্কৃতি দলের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন।

এসময় নেত্রকোণা পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম খান, জেল সুপার ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এবং বেসরকারি কারা পরিদর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক কারাবন্দীদের সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক মহোদয় কারাবন্দীদের সার্বিক খোঁজখবর নেন ও প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন এবং সার্বিক ব্যবস্থাপনায় তিনি সন্তোষ প্রকাশ করেন।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়