ঢাকা, বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

নেত্রকোণায় জেলা প্রশাসনের আয়োজনে শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪৮, ৩ অক্টোবর ২০২২  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

“গড়বে শিশু সোনার দেশ, ছড়িয়ে দিয়ে আলোর রেশ” এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোণায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২২ পালিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী নেত্রকোনার আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

তে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মীর বাবলুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজনীন সুলতানা, প্রেসক্লাব সাধারণ সম্পাদক এম মুখলেছুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ।

আলোচনা শেষে শিশু অধিকার সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন নেত্রকোনা সরকারি কলেজে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ঈশিকা অরুণিমা।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়