ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

নেত্রকোণায় সিসি ক্যামেরা মনিটরিং সেন্টার উদ্ধোধন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১:৩০, ৩ অক্টোবর ২০২২  

নেত্রকোণায় সিসি ক্যামেরা মনিটরিং সেন্টার উদ্ধোধন

নেত্রকোণায় সিসি ক্যামেরা মনিটরিং সেন্টার উদ্ধোধন

নেত্রকোণা জেলা পুলিশের উদ্যোগে সোমবার সন্ধ্যায় শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে ৬৪টি সিসি ক্যামেরা মনিটরিং সেন্টার উদ্ধোধন এবং পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সুশীল সমাজ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মনিটরিং সেন্টার উদ্ধোধন করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্রাচার্য্য বিপিএম।

পুলিশ সুপার মো.ফয়েজ আহমেদের সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) হারুন অর রশিদের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্রাচার্য্য বিপিএম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খান। সভায় অন্যানোর মধ্যে বক্তব্য দেন-যশোর পুলিশ সুপার প্রলয় জোয়ারদার,পুলিশ সুপার ইন-সার্ভিস জান্নাত ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. নুরুল আমিন, জেলা পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্ঠা নির্মল চন্দ্র দাস, সাধারন সম্পাদক লিটন পন্ডিত প্রমুখ। সভায় জেলা পুলিশের সকল উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়