ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে প্রধানমন্ত্রী আন্তরিক : বীর বাহাদুর উশৈসিং

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭:২৫, ২৬ নভেম্বর ২০২২  

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিক। তার কারণেই সমতলের মতো পার্বত্য চট্টগ্রামেও উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে।

শনিবার জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে কয়েকটি নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে পার্বত্যমন্ত্রী এ কথা বলেন।

বীর বাহাদুর উশৈসিং বলেন, প্রধানমন্ত্রী উন্নয়নের পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণসহ সব ধর্মের ঐতিহ্য রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

এ সময় অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙ্গামাটি উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল আলম, রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা, উপজেলা নিবার্হী কর্মকর্তা  শান্তনু কুমার দাস, উন্নয়ন নির্বাহী  প্রকৌশলী তুষিত চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়