ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

‘প্রধানমন্ত্রী ও মেয়রকে আল্লাহ বাঁচিয়ে রাখুক’

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:১১, ৮ জানুয়ারি ২০২৩  

‘প্রধানমন্ত্রী ও মেয়রকে আল্লাহ বাঁচিয়ে রাখুক’

‘প্রধানমন্ত্রী ও মেয়রকে আল্লাহ বাঁচিয়ে রাখুক’

লক্ষ্মীপুরে শীত থেকে বাঁচতে প্রতিবন্ধী ও বৃদ্ধসহ ছয় হাজার অসহায়ের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়ার উদ্যোগে এসব কম্বল বিতরণ করা হয়।

রোববার (৮ জানুয়ারি) সকালে শহরের রেহান উদ্দিন ভূঁইয়া সড়কে মেয়রের বাসভবনের সামনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে দুপুর পর্যন্ত পৌরসভার ১৫টি ওয়ার্ডের শীতার্তদের হাতে কম্বলগুলো তুলে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন পৌরসভার সচিব আলাউদ্দিন, কাউন্সিলর আবুল খায়ের স্বপন, উত্তম কুমার দত্ত, মো. আল-আমিন, যুবলীগ নেতা নজরুল ইসলাম ভুলু ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়া প্রমুখ।

প্রতিবন্ধী আবদুর রহমান মিজি বলেন, প্রচণ্ড শীতে খুব কষ্ট হচ্ছে। কম্বলটা এ শীতে কাজে লাগবে। প্রধানমন্ত্রী ও মেয়রকে আল্লাহ বাঁচিয়ে রাখুক।

লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া জানান, দুই সপ্তাহ ধরে প্রচণ্ড শীত পড়ছে। পৌর এলাকার অসহায় মানুষগুলো শীতে খুব কষ্ট পাচ্ছে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শীত নিবারণে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ উদ্যোগ নেওয়া হয়। প্রথম পর্যায়ে ছয় হাজার কম্বল বিতরণ করা হয়েছে।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়