ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪ ||  বৈশাখ ২৩ ১৪৩১

বরিশাল সিটি নির্বাচন : কেন্দ্রে যাচ্ছে ইভিএম

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩:১৪, ১১ জুন ২০২৩  

বরিশাল সিটি নির্বাচন : কেন্দ্রে যাচ্ছে ইভিএম

বরিশাল সিটি নির্বাচন : কেন্দ্রে যাচ্ছে ইভিএম

বরিশাল সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে মেয়র প্রার্থী, কাউন্সিলর প্রার্থী ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীদের প্রচার-প্রচারণা শেষ হয়েছে গত মধ্যরাত থেকে। এখন ভোটকেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জামাদি পাঠানো হচ্ছে।আজ রবিবার (১১ জুন) সকাল ১০টায় বরিশাল শিল্পকলা একাডেমি থেকে নির্বাচনী সরঞ্জামাদি পাঠানোর কার্যক্রম শুরু হয়।

রিটার্নিং অফিসার হুমায়ুন কবির বলেন, 'ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে নগরীর ৩০টি ওয়ার্ডে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকল কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জামাদিসহ আনসার সদস্য এবং প্রিসাইডিং অফিসারবৃন্দ কেন্দ্রের উদ্দেশে যাচ্ছেন। বিকাল ৫টার মধ্যে ইভিএম মেশিনগুলো চালু করে রিপোর্ট পাঠানের জন্য তাদের বলা হয়েছে। তবে কোনো ইভিএমে সমস্যা দেখা দিলে রিপ্লেস করার সুযোগ রয়েছে বলে জানান তিনি।প্রসঙ্গত, ২৯ মে দেড় হাজার ইভিএম নগরীতে এসে পৌঁছেছে।

বরিশাল সিটি নির্বাচনের ভোট আগামীকাল ১২ জুন। এতে ৭ মেয়র, ১১৯ জন সাধারণ ও ৪২ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী অংশ নিচ্ছেন। মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এর মধ্যে ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ জন পুরুষ ও ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন নারী ভোটার রয়েছেন।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়