ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে রূপালী ব্যাংকের চুক্তি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৪৪, ১ ফেব্রুয়ারি ২০২৩  

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে রূপালী ব্যাংকের চুক্তি

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে রূপালী ব্যাংকের চুক্তি

বাংলাদেশ ব্যাংক নিজস্ব তহবিল থেকে ১০ হাজার কোটি টাকার রপ্তানি সহায়ক প্রাক-অর্থায়ন তহবিল গঠন করেছে।

গত সোমবার বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন ব্যাংকের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের রপ্তানি সহায়ক প্রাক-অর্থায়ন তহবিলবিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার রূপালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীরের কাছে সমঝোতা স্মারকের কপি হস্তান্তর করেন। 

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফরাহ মো. নাছের। বাংলাদেশ ব্যাংক দেশের রপ্তানিমুখী শিল্পের বিকাশের চলমান ধারা অব্যাহত রাখা এবং একই সঙ্গে রপ্তানি কার্যক্রম বেগবান করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করেছে।

সর্বশেষ
জনপ্রিয়