ঢাকা, বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

বিএনপিকে নির্বাচনে আসতেই হবে : নেত্রকোণার পূর্বধলায় আহমদ হোসেন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯:২১, ২৯ মে ২০২৩  

বিএনপিকে নির্বাচনে আসতেই হবে : নেত্রকোণার পূর্বধলায় আহমদ হোসেন

বিএনপিকে নির্বাচনে আসতেই হবে : নেত্রকোণার পূর্বধলায় আহমদ হোসেন

কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন বলেছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্প্রতি আমেরিকার দেয়া ভিসা নীতির কারণে বিএনপিকে নির্বাচনে আসতেই হবে। নির্বাচনে অংশগ্রহণ ছাড়া বিএনপির আর কোনো উপায় নেই। গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে না এলে বিএনপির রাজনৈতিক মৃত্যু ঘটবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এবং সকল জনগণ নিরাপদ। আওয়ামী লীগ সরকার উন্নয়নে বিশ্বাসী। জননেত্রী শেখ হাসিনা সারাবিশ্বে উন্নয়নের রোল মডেল।

নেত্রকোনার পূর্বধলা উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকাল ১১টায় উপজেলা অডিটরিয়ামে ঘূর্ণিঝড় ও শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও গৃহ নির্মাণের চেক বিতরণ অনুষ্ঠানে উদ্বোধনকের বক্তৃতায় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ জাহিদ হাসান প্রিন্সের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী সংসদ সদস্য জাকিয়া পারভীন খানম মনি।

অনুষ্ঠানে অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ, জেলা পরিষদের সদস্য শাহনাজ পারভীন, যুবলীগ নেতা হারুন অর রশিদ প্রমুখ। সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়