ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবি অবাস্তব

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮:০৬, ৪ ফেব্রুয়ারি ২০২৩  

তোফায়েল আহমেদ

তোফায়েল আহমেদ

বাংলাদেশে আর কোনোদিন তত্ত্বাবধায়ক সরকার হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ এমপি। এ সময় বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবি অবাস্তব বলেও উল্লেখ করেন তিনি।শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নে পথসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।তোফায়েল আহমেদ বলেন, ’দশ দফা দাবিতে বিএনপি নতুন করে রাজপথে নামছে। তারা আগামী নির্বাচন তত্ত্বাবধায়কের অধীনে চায়। আমি স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশে আর কোনো দিন তত্ত্বাবধায়ক সরকার হবে না।’

সংবিধান অনুসারে বর্তমান ক্ষমতাসীন দলের অধীনেই নির্বাচন হবে উল্লেখ করে তোফায়েল বলেন, তত্ত্বাবধায়ক সরকারের কোনো সম্ভাবনা নাই। বিএনপি মূল্যহীন অবাস্তব দাবি করে বলেও মন্তব্য করেন তিনি।এ সময় বিএনপি ক্ষমতায় থেকে মানুষের ওপর অত্যাচার করেছে বলেও উল্লেখ করেন তিনি।

তোফায়েল আহমেদ দিনভর তার নির্বাচনী এলাকার বিভিন্ন ইউনিয়নের জনগণের সঙ্গে দেখা করে উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন।

তিনি সদর উপজেলার পরানগঞ্জ, জংশন ও রাজাপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে পৃথক পথসভায় বক্তব্য রাখেন। পথসভায় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ।এসময় বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, ’বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায়। এ সময়ে যে উন্নয়নমূলক কাজ হয়েছে তা ইতিহাসে বিরল। আজকে বাংলাদেশ আন্তর্জাতিক বিশ্বে একটি মর্যাদাশালী রাষ্ট্র হিসেবে চিহ্নিত হয়েছে। বিশ্বের মানুষ বাংলাদেশকে সম্মানের চোখে দেখে।’

এখন দেশকে কেউ তলাবিহীন ঝুড়ি বলতে পারে না উল্লেখ করে তিনি জানান, এ বছরের শেষে নির্বাচন হবে। সবাইকে মিলেমিশে গ্রামগঞ্জে আওয়ামী লীগের দুর্গ গড়ে তোলার আহ্বানও জানান তোফায়েল আহমেদ।

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়