ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে টাইগারদের যে পরামর্শ দিলেন আশরাফুল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২১:২৮, ১৮ সেপ্টেম্বর ২০২৩  

মো. আশরাফুল

মো. আশরাফুল

আগামী ৬ অক্টোবর ভারতে মাটিতে হবে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। এই বিশ্বকাপকে সামনে রেখে ইতোমধ্যে দল ঘোষণা শুরু করেছে অংশগ্রহণকারী দেশগুলো। বিশ্বকাপ উপলক্ষে নিজের ভাবনার কথা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মো. আশরাফুল।

সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে গোপালগঞ্জে এক অনুষ্ঠানে আশরাফুল বলেন, ‘ তিন মাস আগেও আমাদের দল ব্যালান্স ছিল। দেশের মানুষ আশা করছিল বিশ্বকাপে ভালো কিছু হবে। হঠাৎ করে হাথুরুসিংহে বলেছেন এশিয়া কাপের পর যেন আমরা বিশ্বকাপে স্বপ্ন না দেখি। বিগত দিনে ভালো খেলার কারণে ভেবেছিলাম আমরা বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবার ঘোষণা দিয়েই যাবো। কিন্তু এখন পুরোটাই যেন ওলট-পালট লাগছে।’

এশিয়া কাপে হারের তিক্ত স্বাদ নিয়ে বাংলাদেশে এসেছেন টাইগাররা। এখন টাইগারদের ভাবনায় বিশ্বকাপ। তবে আশরাফুলের মতে, ‘অতীতে বিশ্বকাপে আমরা ৩টা ম্যাচ জিতেছি। এবার ৪টা বা ৫টা ম্যাচ জিততে পারলে অতীতের থেকে ভালো সাফল্য হবে। আর সেমিফাইনালে খেলতে হলে খেলোয়াড়দের সেরা খেলাটাই খেলতে হবে, সুস্থ থাকতে হবে। নিউজিল্যান্ড সিরিজে রিয়াদকে ভালো খেলতে হবে, তাহলে হয়তো সে বিশ্বকাপের দলে থাকতে পারবে।’

সর্বশেষ
জনপ্রিয়