ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মানুষের উন্নতি করাই আওয়ামী লীগের কাজ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৮:৪৬, ৪ ফেব্রুয়ারি ২০২৩  

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশবাসীকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া ও স্বাস্থ্যসেবার উন্নতি করাই আওয়ামী লীগের কাজ। দেশের মানুষকে শান্তিতে রাখাই আওয়ামী লীগের রাজনীতি। আমরা এমন রাজনীতিই করতে চাই।

গতকাল শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে মানিকগঞ্জ সদর হাসপাতাল প্রাঙ্গণে বিনামূল্যে ছানি অপারেশন এবং চক্ষু চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বিএনপির সমালোচনা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার বিনামূল্যে মানুষের চোখের অপারেশন করে, লেন্স পরায়। আর বিএনপি গ্রেনেড হামলা চালিয়ে মানুষের চোখ কেড়ে নেয়। তাদের হামলায় বহু মানুষের চোখ উঠে গেছে, নষ্ট হয়ে গেছে। বিএনপি মানুষের চোখের আলো ছিনিয়ে নেয় আর আওয়ামী লীগ মানুষের চোখের আলো ফিরিয়ে দেয়।

তিনি আরো বলেন, সামনে নির্বাচন আসছে। শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবেন, দেশে ততদিন শান্তি-সমৃদ্ধি-উন্নয়ন থাকবে। দেশের মানুষ পিছিয়ে যেতে চায় না। মানুষ বিএনপির অন্ধকার যুগে, বোমার যুগে যেতে চায় না। আমরা আশা করবো, দেশের জনগণ আগামী নির্বাচনে বিপুল ভোটে শেখ হাসিনার দলকে, শেখ হাসিনার প্রার্থীকে বিজয়ী করবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- ন্যাশনাল আই কেয়ারের লাইন ডিরেক্টর অধ্যাপক গোলাম মোস্তফা, জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পৌরসভার মেয়র রমজান আলী, কর্নেল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ জাকির হোসেন, সিভিল সার্জন মোয়াজ্জেম আলী চৌধুরী খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রমুখ।

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়