ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ময়মনসিংহ জেলার মুক্তাগাছায় মহান স্বাধীনতা দিবস পালিত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:৩১, ২৬ মার্চ ২০২৩  

ময়মনসিংহ জেলার মুক্তাগাছায় মহান স্বাধীনতা দিবস পালিত

ময়মনসিংহ জেলার মুক্তাগাছায় মহান স্বাধীনতা দিবস পালিত

নানা আয়োজনের মধ্যদিয়ে ময়মনসিংহের মুক্তাগাছায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। ২১ বার তোপধ্বনির মধ্যদিয়ে শুরু হওয়া দিবসে ভোর ৫টা ৫৭ মিনিটে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পৌরসভার সামনে রক্তিম স্বাধীনতা স্মৃতি ভাস্কর্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ বাবু এমপি কর্তৃক পুষ্পস্তবক অর্পনের পর উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই আকন্দ, পৌর সভার মেয়র বিল্লাল হোসেন সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান আরব আলী প্রমুখ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে পুষ্পার্ঘ অর্পণ করেন। পরে মুক্তাগাছা প্রেসক্লাবের পক্ষে প্রেসক্লাবের সভাপতি এফ এম এ সালাম, সাধারণ সম্পাদক এম ইদ্রিছ আলী, বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল কাসেমসহ আওয়ামীলীগ, জাতীয় পার্টিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পনের মধ্যদিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

নতুন বাজারে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি, উপজেলা চেয়ারম্যারম্যান আব্দুল হাই আকন্দ, পৌর মেয়র বিল্লাল হোসেন সরকার, উপজেলা নির্বাহী অফিসার একেএম লুৎফর রহমান, সহকারী কমিশনার (ভূমি) রোমানা রিয়াজ, উপজেলা ভাইস চেয়ারম্যান আরব আলী, থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মজিদ প্রমুখ পূষ্পার্ঘ অর্পন করেন।

দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, শিশুকিশোরদের অংশ গ্রহনের বিষয় ভিত্তিক প্রতিযোগিতাসহ নানা অনুষ্ঠান মালা ছিল।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়