ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

ময়মনসিংহের গৌরীপুরে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০:২৩, ৩ অক্টোবর ২০২২  

ময়মনসিংহের গৌরীপুরে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ময়মনসিংহের গৌরীপুরে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ময়মনসিংহের গৌরীপুরে এড্রা বাংলাদেশ কমিউনিটি এম্পাওয়ারমেন্ট প্রজেক্টের আয়োজনে  বীজ উৎপাদন, বাছাই ও সংরক্ষণ বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ অক্টোবর) সকালে গৌরীপুর পৌর এলাকার পূর্ব দাপুনিয়া প্রকল্প অফিসে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা লুতফুন নাহার।

এড্রা বাংলাদেশ গৌরীপুর শাখার সুপারভাইজার মোঃ এনামুল হকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, পুষ্টি সমৃদ্ধ ও নিরাপদ খাবার উৎপাদনে  সার ও বালাইনাশক ব্যবহারের ক্ষেত্রে সচেতন থাকতে হবে। অপরিপক্ক ফসল সংগ্রহ  করা যাবে না। কোনো ফল যেন কৃত্রিমভাবে পাকানো না হয়।

উপজেলা কৃষি অফিসার বলেন, ভালো ফলনের পূর্ব শর্ত হলো ভালো বীজ। এজন্য সকলের উচিত ভালো বীজ উৎপাদন,বাছাই ও সংরক্ষণ সম্পর্কে সকলের স্পষ্ট ধারণা থাকা উচিত।

মোঃ এনামুল হক জানান, মোট তিনটি ব্যাচে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১০০ জন কৃষককে তিনদিনব্যাপী এ প্রশিক্ষণ দেয়া হবে।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়