ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি বাড়ছে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯:৩৪, ২০ এপ্রিল ২০২৪  

বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি বাড়ছে

বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি বাড়ছে

মাসিক সম্মানির পাশাপাশি অন্যান্য খাতেও ভাতা বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের। সাধারণ বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানি ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে। যুদ্ধাহত ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ভাতাও একইভাবে বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

গতকাল সংসদ ভবনে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব প্রস্তাব তুলে ধরা হয়। জানা যায়, বর্তমানে মুক্তিযোদ্ধারা কেবল বিজয় দিবসের দিনে বিশেষ ভাতা পান। গতকালের বৈঠকে প্রস্তাব করা হয়েছে স্বাধীনতা দিবসেও নতুন করে ১০ হাজার টাকা হারে ভাতা প্রদানের। এ দুটি বিশেষ দিনের ভাতার হারও দ্বিগুণ করার প্রস্তাব করা হয়েছে। ভাতা বাড়ানোর প্রস্তাব আগামী ১ জুলাই থেকে কার্যকরের কথা বলা হয়েছে। এর আগে ৮ এপ্রিল অনুষ্ঠিত সামাজিক নিরাপত্তা কর্মসূচি সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধির প্রস্তাব করা হয়।

সর্বশেষ
জনপ্রিয়