ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

শীত বিষয়ক কবিতা: শীতবিলাস

গোলাম রববানী

প্রকাশিত: ১৩:১২, ১২ জানুয়ারি ২০২৩  

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

শীত হয়ে এসো, নিঃসঙ্গ একা ফুটপাতের মতো
শীতোষ্ণ ব্যথাতুর হৃদয়ে পরিযায়ী পাখিদের মতো,
রংপাখির গল্প হয়ে এসো; পাখির দেশে হাঁসের মতো
শীতভরা শীতে শিশিরে ফোটাও ফুল লিসিয়ানথাসে।

শীত হয়ে এসো, জুলিয়েট রোজে দুঃখীর জীবনে!
দীর্ঘশ্বাস ফেলে অনন্ত আকাশে
স্নেহ-মায়াময় আবেশে।
এসো, এসো, এতটুকু ছায়া হয়ে উষ্ণতার অনুভবে,
বাহারি পিঠার সাথে লতাপাতা জড়িয়ে ভ্রমণমৌসুমে।
শীত হয়ে এসো, প্রিয়জনের হাতে সত্য সৌন্দর্যে;
শীত এসো এসো, শতবার শতরূপে মহাপ্রেমক্রন্দনে।

খোলা আকাশের ওই ভরা ছায়াতলে শান্ত সবুজ কাননে,
শীত হয়ে এসো; ‘শান্তি মৈত্রী সাম্যে জীবনের উন্মেষে।’
শীত হয়ে এসো, এসো শীতবিলাসে মহাসুখ উল্লাসে।

সর্বশেষ
জনপ্রিয়