ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

শেরপুর জেলার শ্রীবরদীতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭:০৮, ৩০ মার্চ ২০২৩  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শেরপুরের শ্রীবরদীতে চলতি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসুচীর আওতায় উফসী আউস ধান ও পাট ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও শ্রীবরদী কৃষি অফিসের বাস্তবায়নে কৃষি অফিস চত্বরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। এতে আউশ প্রণোদনা হিসাবে ১৩ শত ৫০ জন প্রান্তিক কৃষকের মাঝে প্রত্যেককে ১ বিঘা জমির জন্য ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে পটাশ বিতরণ করা হয়। পাট প্রণোদনা হিসাবে ৪ শত ২০ জন কৃষকের প্রত্যেককে ১ কেজি বীজ বিতরণ করা হয়। বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসা ইফতেখার ইউনুস।

উপজেলা কৃষি অফিসার সাবরিনা আফরিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা সাদেকুল ইসলাম স্বাক্ষর ও নুসরাত জাহান লোপা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীবৃন্দ।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়