ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

শেরপুরে অস্বচ্ছল ক্রীড়াবিদদের মাঝে অনুদানের চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:১২, ৪ অক্টোবর ২০২২  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ধীন বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন হতে অস্বচ্ছল, আহত ও অসমর্থ ক্রীড়াবিদ/ক্রীড়াসেবীদের ২০২১-২২ অর্থবছরের বরাদ্দকৃত আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

গত ৩ অক্টোবর সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় ওই চেক বিতরণ করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার।

ওইসময় তিনি বলেন, শাহাদাত বরণের মাত্র ৯ দিন পূর্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসহায় দুস্থ অস্বচ্ছল ক্রীড়াসেবীদের কল্যাণার্থে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা করেছিলেন। বঙ্গবন্ধুর হাতে গড়া এ প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চেক বিতরণকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকারসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এদিন জেলার ৭জন অস্বচ্ছল আহত ক্রীড়াবিদ/ক্রীড়াসেবীদের মাঝে মাসিক ২ হাজার টাকা হারে মাথাপিছু এক বছরের ২৪ হাজার টাকা করে মোট ১ লক্ষ ৬৮ হাজার টাকার চেক প্রদান করা হয়।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়