ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

শেরপুরের নকলায় পরিবার পরিকল্পনা, মা-শিশু ও কৈশোরকালীন স্বাস্থ্য বিষয়ক কর্মশালা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩:১৪, ২ ফেব্রুয়ারি ২০২৩  

শেরপুরের নকলায় পরিবার পরিকল্পনা, মা-শিশু ও কৈশোরকালীন স্বাস্থ্য বিষয়ক কর্মশালা

শেরপুরের নকলায় পরিবার পরিকল্পনা, মা-শিশু ও কৈশোরকালীন স্বাস্থ্য বিষয়ক কর্মশালা

পরিকল্পিত পরিবার গঠন, বাল্যবিয়ে ও কৈশোরে গর্ভধারণ প্রতিরোধ, কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, পুষ্টি, নিরাপদ মাতৃত্ব ও নবজাতকের যত্ন এবং জেন্ডার বিষয়ে প্রচার ও জনসচেতনতা বৃদ্ধির জন্য দিনব্যাপী উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী) সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে আইইএম ইউনিট পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এ কর্মশালায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক মো. রায়হানুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, মেডিকেল কর্মকর্তা ডা: নওয়াজিস জোহাদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়াদা সানজিদা আফরিন, পরিবার পরিকল্পনা পরিদর্শক সরকার মো. আবু রায়হানসহ উপজেলা ও তদনিম্ন পর্যায়ের জনপ্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী ও যুব সংগঠনের সদস্য এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা অংশ গ্রহন করেন। কর্মশালাটি সঞ্চালনা করেন উপজেলা পরিকল্পনা সহকারি মো. দিদারুল আল-আমিন।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়