ঢাকা, মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

সারাদেশে এক দামে বিক্রি হবে এলপি গ্যাস

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:০৮, ২৬ মার্চ ২০২৩  

সারাদেশে এক দামে বিক্রি হবে এলপি গ্যাস

সারাদেশে এক দামে বিক্রি হবে এলপি গ্যাস

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান মো. নুরুল আমিন বলেছেন, সারাদেশে এক দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করা হবে। এ জন্য বেশ কয়েকটি পদক্ষেপ নেয়া হয়েছে।

গতকাল শনিবার চাঁদপুর ১৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বিইআরসি চেয়ারম্যান বলেন, ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডার গ্যাস বিইআরসি’র নির্ধারিত নতুন দামে ১৪২২ টাকায় বিক্রি হওয়ার কথা। কিন্তু ডিলার থেকে শুরু করে খুচরা বিক্রেতারা সেটি মানছেন না। জেলা ও উপজেলা পর্যায়ে কোথাও কোথাও ৫০ থেকে ১০০ টাকা বেশি রাখা হয়। এটি তদারকি করা হবে।

তিনি আরো বলেন, চাঁদপুরের কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র টানা ১০ বছর জাতীয় গ্রিডে ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করেছে। সম্প্রতি বেশকিছু যন্ত্রাংশ অচল হয়ে পড়ে। সেগুলো রক্ষণাবেক্ষণের জন্য গত ডিসেম্বর থেকে বন্ধ করা হয়। এখন থেকে এ কেন্দ্রের উৎপাদন আবার শুরু হবে। এজন্য প্রকৌশলীরা দিনরাত চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এ সময় চাঁদপুর ১৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ
জনপ্রিয়